এখনো ৬৩৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

এখনো ৬৩৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

শেয়ার করুন

283866স্পোর্টস ডেস্ক :

ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে ৬৩৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ২৪ রান তুলতেই সফরকারীরা হারিয়েছে ২ উইকেট।

আগের দিনের ২ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪ উইকেটে হারিয়ে ৫৮৫ রানে রান পাহাড় গড়ে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক কেনি উইলিয়িামস। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লাথাম ১৭৬ রানের বিশাল ইনিংস খেলে আউট হন। এছাড়া স্বাগতিকদের বড় সংগ্রহে ভূমিকা রাখেন অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলা নিকোলাস। এছাড়া ৭১ যোগ করেন গ্রান্ডহোম।

৬৬০ রানের লক্ষ্যে   দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে হারায় দুই উইকেট শ্রীলঙ্কা। বিদায় নেন দুই ওপেনার। ম্যাচ ড্র করতে হলে পার করতে হবে দুদিন। যা এক প্রকার অসাধ্য। ফলে শ্রূীলঙ্কার জন্য থেকেই যাচ্ছে পরাজয়ের হাতছানি।