একনজরে কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

একনজরে কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

শেয়ার করুন

World cup

ক্রীড়া ডেস্ক।।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর। জুনে ফুটবল বিশ্বকাপ শুরু হলেও কাতারের গরমের কথা চিন্তা করে এবারের আসর নভেম্বরে দেওয়া হয়েছে। শুক্রবার হয়ে গেছে কাতার বিশ্বকাপের ড্র। চূড়ান্ত করা হয়েছে সূচিও।

আটটি গ্রুপে মোট চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, মোট ১২ দিন। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ষোলোতে জায়গা পাবে।

একনজরে কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি:

গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
প্রথম ম্যাচ ২১ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৫ নভেম্বর

তৃতীয় ম্যাচ ২৯ নভেম্বর

গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, স্কটল্যান্ড/ওয়েলস/ ইউক্রেন

প্রথম ম্যাচ ২১ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৫ নভেম্বর

তৃতীয় ম্যাচ ২৯ নভেম্বর

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ছয়টায়, তৃতীয় ম্যাচ রাত নয়টার এবং শেষ ম্যাচ হবে রাত ১২টায়।গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ২ ডিসেম্বর পর্যন্ত।

গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব

প্রথম ম্যাচ ২২ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর

তৃতীয় ম্যাচ ৩০ নভেম্বর

গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরাত

প্রথম ম্যাচ ২২ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৬ নভেম্বর

তৃতীয় ম্যাচ ৩০ নভেম্বর

৩ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। নকআউট পর্বের শুরুতে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। শেষ ষোলোয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। এভাবে যথাক্রমে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে। ম্যাচগুলো হবে রাত আটটা ও রাত ১২টায়।

গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড

প্রথম ম্যাচ ২৩ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর

তৃতীয় ম্যাচ ১ ডিসেম্ব

গ্রুপ ‘এফ’- বেলজিয়ান, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

প্রথম ম্যাচ ২৩ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৭ নভেম্বর

তৃতীয় ম্যাচ ১ ডিসেম্বর

কোয়ার্টার ফাইনাল মাঠে গড়বে ৯ ও ১০ ডিসেম্বর। ম্যাচ চারটি রাখা হয়েছে রাত আটটা ও রাত ১২টায়। দুই সেমিফাইনাল মাঠে গড়বে ১২ ও ১৩ নভেম্বর। দুটি ম্যাচই হবে রাত ১২টায়। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ও ১৮ ডিসেম্বর হবে ফাইনাল। ম্যাচ দুটি হবে রাত আটটায়।

গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

প্রথম ম্যাচ ২৪ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর

তৃতীয় ম্যাচ ২ ডিসেম্বর

গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা

প্রথম ম্যাচ ২৪ নভেম্বর

দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর

তৃতীয় ম্যাচ ২ ডিসেম্বর