ইতিহাস সেরা স্ট্রাইকার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

ইতিহাস সেরা স্ট্রাইকার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

শেয়ার করুন

ronaldo-brazil-world-cup_3135095স্পোর্টস ডেস্ক:

ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার এখন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এ পাঠকদের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ব্রাজিলের হয়ে দু’বারের বিশ্বকাপ জয়ী এ ফরোয়ার্ড।

সর্বকালের সেরা স্ট্রাইকার হওয়ার দৌড়ে জার্ড মুলার, মার্কো ফন বাস্তেন ও রোমারিওদের মতো গ্রেট স্ট্রাইকারদের বিপুল ভোটে পেছনে ফেলেন ৪০ বছর বয়সী রোনালদো। প্রায় ১০ হাজার পাঠক সাবেক এ রিয়াল মাদ্রিদ তারকাকে বেছে নেন।

রোনালদোর নিকটতম প্রতিদ্বন্ধী নেদারল্যান্ডসের স্ট্রাইকার ফন বাস্তেনের বাক্সে গেছে ১হাজার ১২৬ ভোট। এছাড়া সাবেক আর্জেন্টাইন সুপারস্টার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ঠিক তার পেছনেই অবস্থান করছেন।

এ তালিকায় ছয় শতাংশ ভোট পেয়ে শীর্ষ তিনের বাইরে রয়েছেন জার্মান বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড থমাস মুলার। এর পরেই আছেন প্রয়াত পর্তুগিজ লিজেন্ড ইউসেবিও।