ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়, হারালেন শীর্ষস্থান

ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়, হারালেন শীর্ষস্থান

শেয়ার করুন

_91077735_035173437

স্পোর্টস ডেস্ক :

টেনিসে দীর্ঘ দিনের বিশ্বে র‌্যাংঙ্কিংয়ের শীর্ষ স্থান হারালেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিলেন সেরেনা।

টেনিসের ওপেন যুগে সেরেনার ক্যারিয়ারে শুধু ট্রফিই নয়, রয়েছে রেকর্ডের ছড়াছড়ি। সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের সংখ্যা আপাতত ৩০৮, যা ছাপিয়ে গেছেন সকল টেনিস খেলোয়াড়কে। আগেই ছুঁয়েছেন স্টেফি গ্রাফের সবোর্চ্চ ২২ টি গ্রান্ড স্লামের রেকর্ড। এবার সেই রেকর্ড গড়ার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার মিশনে সামনে পান চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে।

ম্যাচের শুরু থেকে অনেকটাই ছন্দছাড়া ছিলেন সেরেনা উইলিয়ামস। বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারানো ক্যারোলিনা পিসকোভার কাছে প্রথম সেটে পাত্তাই পাননি সেরেনা। সেট হারেন ৬-২ গেমে।

দ্বিতীয় সেটটি সেরেনার জন্য ম্যাচ মরণবাঁচনই ছিলো, ছিলো শীর্ষ স্থান ধরে রাখার। তবে যথেষ্ট লড়াই করেও পিসকোভার কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেন নি সেরেনা। টাইব্রেকারে হেরে গত আসরের মতোই এবারো সেমিফাইনাল থেকে বিদায় নেন এই মার্কিন তারকা।

আর প্রথম বারের মতো ফাইনালে উঠে ইতিহাস রচনা করেন চেক প্রজাতন্ত্রের পিসকোভা। ফাইনালে তার প্রতিপক্ষ জার্মানের অ্যাঞ্জেলিক কেরবার।