ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল, বিদায় অ্যাঞ্জেলিকের

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদাল, বিদায় অ্যাঞ্জেলিকের

শেয়ার করুন

TELEMMGLPICT000138719934_trans_NvBQzQNjv4BqcD3hDuad1BYgG5Nw_6tpfrjak__3j8jJpayO-ihKVGwস্পোর্টস ডেস্ক :

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অঘটনের জন্ম দিলেন অ্যাঞ্জেলিক কেরবার। জাপানের নাওমি ওসাকার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন এই জার্মান সুন্দরী। এদিকে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

নাওমির বিপক্ষে জয়ের পাল্লাটা ভারিই থাকবে কেরবারের জন্য, কিন্তু এমন সমীকরণকে সম্পূর্ণ ভুল প্রমান করে দিলেন ১৯ বছরের তরুনী নাওমি। কোন পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। ৬-৩, ৬-১ গেমে সেট জিতে নিলেন তিনি। শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারালেন না নাওমি, ৪৫তম বছাই হয়ে হারালেন টেনিস র‍্যাংকিংয়ে ষষ্ঠ বাছাইকে। নারী এককের অপর ম্যাচে শীর্ষ বাছাই ক্যারোলিন প্লিসকোভা সহজ জয় পেয়েছেন মাগদা লিনেত্তির বিপক্ষে।

এদিকে পুরুষ এককে, দুসান লাজভিচকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। ঘাম ঝরানো এ ম্যাচে প্রথম সেটটি ট্রাইবেকে ৭-৬ , গেমে জিতে নেন রাফা। পরের দুটি সেট ৬-২ ও ৬-২ ব্যবধানে জিতে নেন টেনিসের এ শীর্ষ বাছাই।