আর্চারিতে ইতিহাস গড়লেন কিম উয়ো

আর্চারিতে ইতিহাস গড়লেন কিম উয়ো

শেয়ার করুন

archery কিম উয়ো জিন

এটিএন টাইমস ডেস্ক:

অলিম্পিকের আর্চারি ডিসিপ্লিনে প্রথম দিনে আধিপত্য ছিল দক্ষিণ কোরিয়ার আর্চারদের। পুরুষদের ৭০ মিটার রেংকিংয়ে রাউন্ডে বিশ্ব রেকর্ড গড়েন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম উয়ো জিন। এদিকে, উদ্বোধনের আগেই হতাশাজনক পারফরম্যান্স দিয়ে শুরু হলো বাংলাদেশের অলিম্পিক।

রিকার্ভ বো ইভেন্টর বাছাইপর্বে, ৬৪ জনের মধ্যে বাংলাদেশের শ্যামলী রায় ৫৩ তম হয়েছেন। তার স্কোর ছিলো ৬০০। ৪ বার নিশানাভেদ করেন এই আর্চার। তবে আসর শেষ হয়ে যায়নি শ্যামলির। এটি ছিলো রেংকিং রাউন্ড। ৮ আগস্ট আবারেও নামবেন, সেরা বত্রিশে যাওয়ার লড়াইয়ে। শেষের দিক থেকে ১২ নম্বর হওয়া এই আর্চার লড়বেন, শীর্ষ ১২তে থাকা গ্যাব্রিয়েলা বায়ার্দোর বিপক্ষে।

অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো রিকার্ভ ইভেন্টে ৭০০ স্কোর করেন কিম উয়ো। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার ইম ডং হিউন ৬৯৯ স্কোর করে বিশ্ব রেকর্ড গড়েন।

বিশ্ব রেকর্ড গড়তে শেষ ৬ রাউন্ডে ৬০ এর মধ্যে ৫৯ স্কোর প্রয়োজন ছিল কিম উয়ো জিনের। প্রথম ৪টি শটে ১০ এ ১০ স্কোর করলেও, ৫ম শটে ৯ স্কোর করেন। শেষ শটে আবারো ১০ স্কোর করে, বিশ্ব রেকর্ড গড়েন এই দক্ষিণ কোরিয়ান আর্চার।