আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

অবশেষে আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে ও নেপাল। সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভায় জিম্বাবুয়ে ও নেপালের সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়।

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তিনমাস ধরে নিষেধাজ্ঞায় ছিল জিম্বাবুয়ের ক্রিকেট। আইসিসি এক বিবৃতি জানায়, দুবাইয়ে জিম্বাবুয়ের ক্রিকেট চেয়ারম্যান এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এই সভায় শর্ত সাপেক্ষে নেপালকেও আইসিসির সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে। ২০১৬ সালে আইসিসির নিয়ম ভঙ্গ করায় তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছিল। গত জুলাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্যপদ কেড়ে নিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।