স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার হাইবোল্টেজ ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
আনফিল্ডে ম্যাচের শুরু থেকেই মাঝ মাঠ দখলে মনোযোগ দুই দলের। তবে বলার মতো প্রথম আক্রমণ করে ম্যানইউ। ৫৫ মিনিটে পল পগবার বাড়ানো ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন ইব্রাহিমোভিচ। এর চার মিনিট পর লিভারপুলকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন এমরে কান।
৭০ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর দূরপাল্লার সট দারুণ দক্ষতায় রুখে দেন ম্যানইউ গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশুন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুর। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।