স্পোর্টস ডেস্ক :
পুরুষ এককে সর্বোচ্চ গ্রান্ডস্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরারের কাছে হেরে গেছেন নারী একক সর্বোচ্চ গ্রান্ডস্লাম জয়ী আমেরিকান সেরেনা উইলিয়ামস।
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হপম্যান কাপে প্রথমবারের মতো মুখোমুখি হন দুই টেনিস কিংবদন্তী। পুরুষ টেনিসে ২০টি গ্রান্ডস্লাম জয়ী রজার ফেদেরার ও নারী একক ২৩ গ্রান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের লড়াই দেখতে পার্থের গ্যালারি ছিল ভরপুর।
মঙ্গলবার টুর্নামেন্টের বি’ গ্রুপের ম্যাচে নিজ নিজ দেশের হয়ে মিশ্র দ্বৈত বিভাগে অংশ নেন সেরেনা ও ফেদেরার। নিজের একক বিভাগে সেরেনা হারান বেনচিচকে এবং পুরুষ এককে ফেদেরারের কাছে হারেন ফ্রান্সিস। সুইজারল্যান্ডের ফেদেরার ও বেলিন্দা বেনসিস জুটির কাছে সরাসরি সেটে হেরে যান যুক্তরাষ্ট্রের সেরেনা ও ফ্রান্সিস টিফো জুটি।