এটিএন টাইমস ডেস্ক:
২০১৬-১৭-এর ক্লাব মৌসুম শুরু আগে ফুটবল প্রেমীরা দারুণ সুযোগ পাচ্ছে বড় ক্লাবের দুটি ম্যাচ দেখার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
এদিকে, সকাল সাড়ে ৭টার আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে এসি মিলানের বিপক্ষে।
প্রতি বছরই নতুন মৌসুম শুরু আগে বিশ্বের সব বড় ক্লাবগুলো এই ইন্টারন্যাশনাল কাপে অংশ নেয়। তবে, নতুন মৌসুমের দারুণ প্রস্তুতির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ ও পিএসজির ম্যাচ বাড়তি উন্মাদনা সমর্থকদের কাছে।
যদিও রিয়ালের হয়ে এ ম্যাচে মাঠে নামবেন না ইউরো জয়ী পর্তুগীজ অধিনায়ক ক্রিষ্টিয়ানো রোনালদো। শঙ্কা আছে গ্যারেথ বেলের খেলে নিয়েও। তবে জেমস রদ্রিগেজ- মডরিচ-বেনজেমাররা খেলবেন।
অন্যদিকে, প্রাক মৌসুমের এই আসরটিতে দাপটে শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। গেলো ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে, দলের নিয়মিত ফুটবলারদের ছাড়াই।