স্পোর্টস ডেস্ক :
পুরুষ এককে ইউএস ওপেনের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। রোববার রাতে ফাইনালে তিনি হারান আর্জেন্টিনার দেল পোত্রোকে।
জকোভিচ নিজের ১৪তম গ্রান্ড স্লাম জয়ের মিশনে ইউএস ওপেনের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পান হুয়ান মার্টিন দেল পোত্রোকে। প্রথম সেট থেকেই দাপট দেখান জকো। খুব সহজে ৬-৩ গেমে সেট জিতে নেন জকোভিচ।
দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন দেল পোত্রো। তবে সার্বিয়ান তারকা জকোভিচের গতির কাছে শেষ পর্যন্ত পেরে উঠেননি তিনি। জকোভিচ সেট জিতে নেন ৭-৬ গেমে। আর প্রথম সেটের মতো তৃতীয় সেটও একই ব্যবধানে ৬-৩ গেমে জিতে নিজের ১৪তম গ্র্যান্ড স্লাম জিতে নেন জকোভিচ।