স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ। আইরিশদের দেয়া ৩২৮ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়রা।
টস জিতে অ্যান্ডি বালবিরিনের ১৩৫ রানের সুবাদে ৫ উইকেটে ৩২৭ রান করে স্বাগতিক আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের শেনন গ্যাব্রিয়েল নেন ২টি উইকেট। জবাবে, উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন সুনিল এমব্রিস ও শাই হোপ। হোপ আউট হলে, রস্টন চেজকে নিয়ে তৃতীয় উইকেটে ১২৮ রান তুলে দলকে জয়ের পথ দেখান এমব্রিস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ১৪৮ রানে ফেরেন তিনি। চেজের ব্যাট থেকে আসে ৪৬ রান।