রাজনৈতিক লবিংয়ে ইউনেস্কোর অবস্থান বদল!

রাজনৈতিক লবিংয়ে ইউনেস্কোর অবস্থান বদল!

শেয়ার করুন

rampal_26041নিজস্ব প্রতিবেদক :

সরকারের শক্ত লবিংয়ের কারণেই ইউনেস্কো সুন্দরবনে রামপাল বিদ্যুতকেন্দ্র নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার কৌশলগত কারণে এড়িয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার নিয়ে আংশিক সত্য তথ্য দিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারকে বেশকিছু শর্তও দিয়েছে ইউনেস্কো।

সরকারের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের পরিবেশবাদীদের পাশাপাশি গ্রিন পিসের মতো আন্তর্জাতিক সংগঠন এবং জাতিসংঘ প্রতিষ্ঠান ইউনেস্কো পর্যন্ত আপত্তি তুলেছিলো এটি নিয়ে। আপত্তির পেছনে ছিলো শংকা যে– কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবন ও আশেপাশে বায়ুদূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতি সরকার সামাল দিতে পারবেনা।

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের অন্ততঃ চার ধরণের ক্ষতির আশংকা করে, গত বছর এক প্রতিবেদন প্রকাশ করেছিলো ইউনেস্কো।

তবে পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে, বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে আপত্তি তুলে নেয় ইউনেস্কো। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনও এ কারণে ঝুঁকিতে পড়বে না বলে মনে করে সংস্থাটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রকল্পবিরোধীরা বলছেন, রামপাল নিয়ে ইউনেস্কোর এ রকম অপ্রত্যাশিত অবস্থানের পেছনে কাজ করেছে সরকারের জোরালো লবিং। তাঁরা আরো জানান, ইউনেস্কো অনাপত্তি দিলেও, সরকারকে একেবারে ব্ল্যাংক চেক দিয়ে দেয়নি, জুড়ে দিয়েছে কিছু শর্তও।

ইউনেস্কোর ছাড় দেওয়া নিয়ে সরকার যতোই উচ্চকণ্ঠ থাকুক, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলন অব্যাহত থাকবে, জানিয়েছেন পরিবেশবাদী
আহমেদ রাব্বি তানিম।