দেশের বৃহত্তম ক্যান্সার বিরোধী যুব উদ্যোগ BYACA

দেশের বৃহত্তম ক্যান্সার বিরোধী যুব উদ্যোগ BYACA

শেয়ার করুন

BYACA

ঐষীক মজুমদার

 

ক্যান্সার এক অতিপরিচিত দুরারোগ্য । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে গড়ে ২৫ জনের মধ্যে ১ জনের ক্যান্সার ধরা পড়ে। আবার যুক্তরাজ্যের একটি গবেষণা অনুযায়ী প্রতি ৩ জনে ১ জনেরও ক্যানাসার হতে পারে। এই রোগের শিকারে প্রতি বছরই লাখ লাখ প্রাণ ঝরে যায় । ‘ক্যান্সার’ একটি বহুল প্রচলিত শব্দ হওয়া সত্ত্বেও অনেকে এই রোগ সম্পর্কে কোন সুস্পষ্ট ধারণাই পোষণ করে না। এমনকি বৃহত্তর জনগণ ক্যান্সার সম্পর্কে উদাসীন।

ক্যান্সার মূলত শরীরের কোন অংশের কোষসমূহের অস্বাভাবিক বৃদ্ধি। এর ফলে সৃষ্টি হয় দেহের নানান জটিলতা যার ফলে একজন সুস্থ-সবল মানুষও মৃত্যুর পথযাত্রীতে পরিণত হয়। অতীতে ক্যান্সারকে বলা হতো ‘নো আন্সার’। অনারোগ্য বলে বিবেচিত এই রোগটি মানুষের মাঝে ব্যাপক ভীতি ও হতাশা সঞ্চার করতো; আজও করে। কিন্তু বর্তমানে এত ভীত হওয়ার কিছু নেই। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার নিরাময় সম্ভব। সঠিক চিকিৎসা গ্রহণ ও ডাক্তারের বিধি-নিষেধ মেনে চললে আক্রান্ত ব্যক্তি তার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন।

গবেষণার মাধ্যমে ক্যান্সারের প্রধান কারণগুলো উঠে এসেছে- দূষিত পরিবেশে বসবাস, বিকিরণ, তামাক ও মাদক সেবন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ইত্যাদি। এসব প্রতিকারেরও নানান উপায় আজ উদ্ভাবিত। জনগণকে এই বিষয়ে অবগত করার লক্ষ্যে এগিয়ে এসেছে BYACA।

Bangladesh Youth Association for Cancer Awareness (BYACA) একটি অলাভজনক সংস্থা যা দেশজুড়ে তরুণদের নিয়ে গঠিত।

“BUILDING A CANCER FREE FUTURE”- এই মূলমন্ত্র বুকে ধারণ করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যেতে

BYACA প্রতিজ্ঞাবদ্ধ।

BYACA – এর লক্ষ্য ও উদ্দেশ্য:

 ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও ক্যান্সারের দ্রুত শনাক্তকরণ সম্পর্কে প্রচার করা।

 দরিদ্র ক্যান্সার রোগীদের জন্য তহবিল গঠন করা ।

 বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ক্যান্সার নিয়ে কাজ করা।

 ক্যান্সারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করা।

 ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধ্যান-ধারণা অপসারণ করা।

 নিয়মিত চেকআপ ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা।

 ক্যান্সারের ১০টি উপসর্গ সম্পর্কে প্রচার করা যা মানুষকে দ্রুত ক্যান্সার শনাক্তকরণে সহায়তা করবে।

BYACA ক্যান্সার নিয়ে কর্মরত সকল ক্যান্সার বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠ মঞ্চ বলে প্রমাণিত হবে- এটিই সকলের প্রত্যাশা। দেশের প্রতিটি মানুষের ক্যান্সার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাই BYACA

এর উদ্যোগে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ক্যান্সার সচেতনতা সপ্তাহ

(Bangladesh Cancer Awareness Week)| এই উদ্যোগের প্রতি যুবসমাজের উৎসাহ বাড়াতে

BYACA – এর রয়েছে ৭ দিনব্যাপী কার্যক্রম। কার্যক্রমে ক্যান্সার বিশেষজ্ঞদের আলোচনা সভা

‘interactive session’ অন্তর্ভুক্ত। এর মাধ্যমে ক্যান্সার বিষয়ক হরেক রকম গবেষণা ও ক্যান্সার সংক্রান্ত চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক সাফল্য তুলে ধরা হবে। এছাড়াও রয়েছে কুইজসহ বিবিধ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পর্ব। উল্লেখ্য যে

‘National Institute of Cancer Research Hospital’ I ‘Cancer Awareness Foundation of Bangladesh’ এর

‘Fundraising Programme’ আয়োজন করা হচ্ছে যেখানে সবার অনুদান সাদরে গ্রহণ করে তহবিল গঠন করা হবে। তহবিলের অর্থ ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে

‘Bangladesh Cancer Fund’ কে প্রদান করা হবে। দুস্থ ক্যান্সার রোগীরা অর্থাভাবে ক্যান্সার চিকিৎসা করাতে অক্ষম। ইণঅঈঅ আশা করি যে তহবিলের অর্থ এসব রোগীদের জীবনে স্বাভাবিক প্রাণস্পন্দন ফিরিয়ে দিতে সাহায্য করবে। এই প্রেক্ষিতে

bkash 1 –

01819617206, bkash 2 – 01631315066, Rocket – 01575011734 – এ নম্বরগুলোয় সকলের অনুদান আশা করছে সংস্থাটি।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্যান্সার সচেতনতা সপ্তাহ তথা দেশের বৃহত্তম ক্যান্সার বিরোধী যুব উদ্যোগ সফল হবে বলে আশাবাদি BYACA।