পজিটিভ বাংলাদেশ!

পজিটিভ বাংলাদেশ!

শেয়ার করুন

Campaign Team
সওসান সুহা :

দলের নামটিই আমাদের প্রচারনার মূল বক্তব্য। নিশ্চয়ই ভাবছেন, বা’রে, বাংলাদেশ ‘নেগেটিভ’ ছিলো কবে? তবে খোলাসা করেই বলি।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি প্রায়ই স্বেচ্ছা-নির্বাসন নেই। একদল মানুষ নিরলসভাবে এসব প্ল্যাটফর্মে সমাজ-সংস্কারের কাজ করে চলছেন, তাতে আমার আপত্তি নেই বৈকি, তবে এই পরিচ্ছন্নতা অভিযানের আসল উদ্দেশ্য কতটুকু মহৎ, তা নিয়ে তর্ক চলতেই পারে। অফুরন্ত সময় ও শক্তিকে কাজে লাগিয়ে এতো নিষ্ঠার সাথে ইনারা নেগেটিভিটি, অর্থাৎ অসহিষ্ণুতা আর ঘৃণা প্রচার করেন- প্রশ্ন থেকেই যায়, তারা কেন আমাদের চাইতে এতটা ভিন্নভাবে চিন্তা করে? এতে তাদের ফায়দাটাই বা কী? সহিংসতায় কেউ কীভাবে জড়িয়ে পড়ে?

স্বভাবতই, এ প্রশ্নের উত্তর না আমার জানা ছিলো, না আমার বন্ধুদের। ব্যাখ্যা খুঁজতে খুঁজতেই আমরা পঞ্চপাণ্ডব একত্র হলাম। বইপত্র ঘাটাঘাটি শুরু হলো, বিশেষজ্ঞদের কাছে রুটিনমাফিক ধরনা দিতে লাগলাম, জ্ঞানের ভারে ন্যুব্জ হয়ে পড়লে কোল্ড ড্রিংক্স খেয়ে ঠান্ডা হলাম। গবেষণার মাঝে হঠাত একদিন এক এক্স-আইএসকর্মীর ভিডিওবার্তা দেখে আমাদের চক্ষু চড়কগাছ। তার মতে, ধর্মরক্ষার দোহাই দিয়ে লক্ষ্যকৃত ব্যক্তির ওপর একধরনের মানসিক চাপ তৈরি করা হয়, যার প্রভাবে তার মধ্যে নিজেকে প্রমানের প্রবল আকাঙ্ক্ষা জেগে ওঠে। বিজলির মতো আইডিয়া মাথায় খেলে গেলো, মোটামুটি রকমের ব্যস্ত মানুষ- পরের দিনের পরীক্ষার চিন্তায় যার রাতে ঘুম আসে না, কিংবা সায়েন্স প্রজেক্টের যন্ত্রপাতি জোগাড় করতেই যার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে, মাঝরাতে গিটারে টুংটাং করাতে মায়ের বকা খেয়ে যে কূল পাচ্ছে না, অথবা সিনেমার নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আয়নার সামনে যে দিনরাত প্র‍্যাক্টিস চালিয়ে যাচ্ছে- তাদের দিয়ে এসব কাজে বেশ একটা সুবিধা করা যাবেনা। তাহলে রইলো বাকি কারা? কারা আবার, আমাদের সবার প্রিয় “ভাল্লাগেনা” ভাইবোনেরা!

দয়া করে ভুল বুঝবেন না, ভাল্লাগেনা রোগীমাত্রই উগ্রবাদী নয়। বরং কোন কাজে যে মজে আছে, প্রতিভাকে চর্চার মাধ্যমে স্বকীয়তা তৈরিতে যে ব্যস্ত, মননশীলতা বিকাশে যে সময় দিচ্ছে- তার তুলনায় একজন উদ্দেশ্যহীন, কর্মহীন মানুষের চরমপন্থার দিকে ঝুকে পড়ার “সম্ভবনা” অনেক বেশি।
প্রশ্নের উত্তর অবশেষে মিললো। আমরা একটা সহজ লক্ষ্য দাঁড় করালাম, নেগেটিভ থেকে পজিটিভ একটা পরিবেশ তৈরি করার। যথাযথ সুযোগ-সুবিধা, সঠিক তথ্যের ঘাটতি থেকে অনেকেই তাদের প্রতিভা বিকাশের, স্বপ্নপুরণের অনুপ্রেরণা হারিয়ে ফেলে। এর পরিণতি হিসেবে অনেকেই আত্মপরিচয়হীনতায় ভোগে, কেউবা শিকার হয় প্রচন্ড বিষণ্ণতার। উদ্দীপনা হারিয়ে ফেলা এসব মানুষের আল্টিমেট মুশকিলে-আসা’ন হিসেবেই আমাদের আবির্ভাব- যারা বাঙালী সংস্কৃতির বৈচিত্র্য ও শান্তিকামী দর্শনকে সংগী করে তরুনদের নানারকম পজিটিভ অপরচুনিটির সন্ধান দেবে। আশপাশে আপনার প্যাশনের সাথে খাপ খায়, এমন সব ইভেন্ট, কর্মশালা, অনুষ্ঠান, সম্মেলন ও গ্রুপের পসরা নিয়েই ‘পজিটিভ বাংলাদেশ’ এর যাত্রা শুরু।
Campaign 1 - Government Laboratory High School, Dhakaআমাদের এই আইডিয়ার সাথে একমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। “আমাদের উচিত বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের জড়িত রাখা”, তার পরামর্শ, “এতে করে তাদের তারুণ্যের শক্তিটুকু খাটানোর একটা ক্ষেত্র তৈরি হবে” বেশ ইন্টারেস্টিং একটা আইডিয়া ছুঁড়ে দেন তিনি, ছাত্র-রাজনীতি ভিত্তিক দলগুলোর মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা। সামান্য বিষয় থেকেই যেখানে কুরুক্ষেত্র বেধে যায়, সেখানে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে মহাশয়েরা কবিগানের লড়াইয়ে পাল্লা দিচ্ছেন- ভাবতেই আমার হাসি পাচ্ছে।

পজিটিভ বাংলাদেশের ওয়েবসাইটটি সম্পূর্ণ এসব পজিটিভ উদ্দেশ্য মাথায় রেখে তৈরি করা হয়েছে, এছাড়াও  রয়েছে আমাদের নিজস্ব ফেসবুক ও ইন্সটাগ্রাম প্রোফাইল। বিভিন্ন পজিটিভ গল্প শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে আমাদের ব্লগ। মজার মজার বেশ কিছু গল্প আমরা কমিক ও স্টপ-মোশন ভিডিওর মাধ্যমেও প্রকাশ করছি। বিভিন্ন ধর্মের প্রচার করা শান্তির বার্তা নিয়ে আমরা তৈরি করেছি একটি মোবাইল অ্যাপ। এছাড়াও, বিভিন্ন স্কুলে গিয়ে আমরা সরাসরি ক্যাম্পেইন করছি, তাদের অবহিত করছি নানাধরনের কর্মকান্ডে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে। বেশ আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি আমরা, কিশোর-কিশোরিদের আগ্রহ ও জিজ্ঞাসা ক্রমশই আমাদের কাজ করার ইচ্ছে বাড়িয়ে দিচ্ছে।

পজিটিভ বাংলাদেশ কেবলই প্রস্ফুটিত হচ্ছে। এখনো আমাদের অনেক পথ পাড়ি দেয়া বাকি, হাজারো তরুনের স্বপ্নপূরনের হাতিয়ার তাদের সামনে তুলে ধরা বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫ জনের গড়ে তোলা এই প্রজেক্ট সারাদেশের মানুষের মাঝে একটু আশার আলো দেখচ্ছে, এতটুকু বাস্তবায়িত হলেও আমরা নিজেদের সার্থক মনে করবো। ততদিন পর্যন্ত, স্বপ্ন দেখাই নাহয় চলুক।

আপনার বিভিন্ন পজিটিভ গল্প শেয়ার করতে, কিংবা কেবলই কৌতুহলের বশে আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমাদের পাওয়া যাবে www.wearepositivebangladesh.org , বা www.facebook.com/wearepositivebangladesh এই ঠিকানায়।

‘পজিটিভ বাংলাদেশ’ এর গুরুত্বপূর্ণ লিংঙ্কগুলো –

  1. Facebook Page – https://facebook.com/wearepositivebangladesh/
  2. Facebook Group – https://www.facebook.com/groups/wearepositivebangladesh/
  3. Website – https://wearepositivebangladesh.org/
  4. Instagram – https://www.instagram.com/positivebangladesh/
  5. YouTube Channel – https://www.youtube.com/channel/UCytGTo28oBVZKazZWs6ZsjQ
  6. Positive Opportunities – https://wearepositivebangladesh.org/opportunities/
  7. Comics – https://wearepositivebangladesh.org/comics-page/
  8. Stop Motion Videos (YouTube Series) – https://wearepositivebangladesh.org/videos/
  9. The Positive Blog – https://wearepositivebangladesh.org/blog/
  10. Positive Newsroom – https://wearepositivebangladesh.org/category/positive-newsroom/
  11. School Campaigns – https://wearepositivebangladesh.org/gallery/
  12. https://play.google.com/store/apps/details?id=org.wearepositivebangladesh.positivebangladesh&fbclid=IwAR2dvRa3DH0AgmlBeHAQ8vkUgszjwRiM2_XBoXrpraneHCbo7vz_DYIQ8Sc

 

  • লেখক : শিক্ষার্থী, ৪র্থ বর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়