শ্রম ঘণ্টা ও ওভারটাইম সংক্রান্ত ধারা স্থগিতের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে...

শ্রম ঘণ্টা ও ওভারটাইম সংক্রান্ত ধারা স্থগিতের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ফেডারেশন

শেয়ার করুন

BSKF-LOGO

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় আজ এক বিবৃতিতে শ্রম
আইনের শ্রম ঘণ্টা ও ওভারটাইম সংক্রান্ত ১০০, ১০২ এবং ১০৫ ধারা ৬ মাসের জন্য স্থগিতের প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “করোনা মহামারিতে সরকার শ্রমিকের সুরক্ষা না দিয়ে শ্রম ঘণ্টা ও ওভারটাইম সংক্রান্ত ধারা স্থগিত করে
মূলত মালিকশ্রেণির স্বার্থকেই রক্ষা করছে। এতে মালিকরা তাদের ইচ্ছামতো অধিক সময় শ্রমিকদের খাটিয়ে নিবে। কিন্তু তাদের
ন্যায্য পাওনা দিবে না। ফলে অল্প শ্রমিকরাই বেশি উৎপাদনের জন্য বাধ্যতামূলক শ্রমে নিক্ষিপ্ত হবে ও বাকি শ্রমিকদের উপর
ছাঁটাইয়ের খড়গ নেমে আসবে। যা একমাত্র দাসত্বমূলক শ্রমের সাথেই তুলনীয়। গত ১৭ এপ্রিল থেকে আগামী ৬ মাসের জন্য
কার্যকর এই প্রজ্ঞাপন শ্রমিকস্বার্থ ও গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জিত অধিকারের পরিপন্থী। আমরা সরকারের এই প্রজ্ঞাপন
জারির তীব্র নিন্দা জানাই।”

তাঁরা আরও বলেন, “একদিকে সরকার করোনা সংক্রমণ রোধে মানুষের চিকিৎসার তেমন কোনো দায়িত্বই নেয়নি। আবার
শ্রমিক-কৃষক, গরিব, মেহনতি মানুষের খাদ্য, রেশন, নগদ অর্থ ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত না করেই হঠাৎ কঠোর লকডাউন
ঘোষণা করেছে। ফলে মানুষদেরকে দিশাহীন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট,
গণপরিবহন ইত্যাদি বন্ধ করা হলো। অথচ শ্রমিকদের জীবনের সুরক্ষার কথা বিবেচনা না করে মালিকশ্রেণির স্বার্থে শিল্প-কারখানা
খোলা রাখা হয়েছে। ”
–প্রেস বিজ্ঞপ্তি