শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শেয়ার করুন

2017-05-16_6_570603নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘদিনের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তখন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় ঘাতকদের হাত থেকে প্রাণে রক্ষা পান।

পঁচাত্তর-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের ফলে, দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে ১৯৮১ সালের ফেব্রুয়ারীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। সেই বছর ১৭ই মে তিনি ঢাকায় ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তারপর থেকে টানা ৩৬ বছর দলের নেতৃত্বে রয়েছেন তিনি।

এই সময়ের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ তাঁকে বহুবার হত্যার চেস্টা করে ষড়যন্ত্রকারীরা। তবে সব ভয়কে পিছনে ফেলে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার পরিচালনা করছে।