‘লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড না করে তফ‌সিল গ্রহণ‌যোগ্য নয়’

‘লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড না করে তফ‌সিল গ্রহণ‌যোগ্য নয়’

শেয়ার করুন

45833226_395393464332693_7959356886694756352_nনিজস্ব প্রতিবেদক :

লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি না করে তফ‌সিল ঘোষণা গ্রহণ‌যোগ্য হ‌বে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পি’র মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজশাহীর সমা‌বে‌শে আবা‌রো খা‌লেদা জিয়া‌র মু‌ক্তি দা‌বি করেন ঐক্যফ্র‌ন্টের নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণার পর শুক্রবার ছিল জাতীয় ঐক্যফ্র‌ন্টের প্রথম সমা‌বেশ।

জুমআর নামা‌জের পর থে‌কে রাজশাহী শহ‌রের মাদ্রাসা মা‌ঠে আস‌তে শুরু ক‌রেন রাজশাহী বিভা‌গের  ‌বিএন‌পি ও তার সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা। সমা‌বেশ শুরু হ‌য় বেলা ২টা নাগাদ। ত‌বে ঐক্যফ্র‌ন্টের শীর্ষ নেতারা সমা‌বেশে পৌছান বিকেল ৩ টায়।

সমা‌বে‌শে ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন ক‌মিশনকে সরকা‌রের ত‌ল্পিবাহক আখ্যা দেন । অ‌ভি‌যোগ ক‌রেন সভা সমা‌বে‌শে বাধা না দেয়ার ওয়াদা ভঙ্গ ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী।

নেতারা ব‌লেন, এবার আর নির্বাচ‌নে ফাঁকা মা‌ঠে গোল দি‌তে পার‌বে না আওয়ামী লীগ। বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়া‌কে মুক্ত ক‌রে নির্বাচনে যা‌বে ঐক্যফ্রন্ট।