লবণ আমদানির সিদ্ধান্ত ‘দুর্ভিক্ষের আলামত’: বিএনপি

লবণ আমদানির সিদ্ধান্ত ‘দুর্ভিক্ষের আলামত’: বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাঁচ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্তে সরকারের সমালোচনা করেছে বিএনপি। এটিকে ‘দুর্ভিক্ষের আলামত’ হিসেবে দেখছে দলটি।

বৃহ্স্পতিবার দুপুরে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ফরহাদ মজহারের অপহরণ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার নামে সরকার উপহাস করছে বলেও মন্তব্য করেন রিজভী। এসময় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। রিজভী বলেন, দেশে লবণের  পর্যাপ্ত মজুদ থাকার কথা।