‘রংপুর সিটিতে হলফনামায় ভুল তথ্য দেয়া প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা’

‘রংপুর সিটিতে হলফনামায় ভুল তথ্য দেয়া প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের যেসব প্রার্থী হলফনামায় ভুল তথ্য দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নির্বাচনের পরে ব্যবস্থা নেওয়া হবে। এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার, রংপুরে সুষ্ঠু ভোট হবে বলে আশা প্রকাশ করেছেন।

বুধবার সকালে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদার সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করে।

প্রায় এক ঘন্টা বৈঠকের পর, জাতীয় পার্টি নেতা তাজুল ইসলাম চৌধুরী বলেন, রংপুরের ভোট নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট। তবে এখন পর্যন্ত কমিশন সম্পর্কে তাঁদের কোনো অভিযোগ নেই। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী প্রচারণায় কোটি টাকা খরচের অভিযোগ নিয়ে তদন্ত করবেন তাঁরা। নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কমিশন সন্তুষ্ট বলেও জানান তিনি।