‘মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের উস্কে দিচ্ছে’

‘মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের উস্কে দিচ্ছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রিত্ব দিয়েছে, সে বিএনপির মুখে গণতন্ত্র সুরক্ষার কথা মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি সন্ত্রাসী ও জঙ্গিদের উস্কে দিচ্ছে।

মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জঙ্গিদের উসকে দিয়েছে। জনগণ তাদের বিচার করবে। গণআদালতে বিচার হবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিদের স্থান হবে না। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের স্থান হবে না।

শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশে বলেছেন, ‘এতিমের টাকা চুরি করে খেয়েছেন। এতিমের নামে টাকা এসেছে। মামলায় হাজিরা দিতে যান। একদিন যান তো ১০ দিন যান না। পালিয়ে বেড়ান, ব্যাপারটা কী? এতেই তো ধরা পড়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ।’

প্রধানমন্ত্রী বলেন, আজকে দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। দেশের মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখে। মানুষ যখন ভালো থাকে, তখন তাঁর অন্তরজ্বালা সৃষ্টি হয়।