মাঠে কিংবা অনলাইনে, বিএনপির নেই নির্বাচনি প্রচারনা

মাঠে কিংবা অনলাইনে, বিএনপির নেই নির্বাচনি প্রচারনা

শেয়ার করুন

বিএনপি বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকানিজস্ব প্রতিবেদক :

নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে, এমন আভাস দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী মাঠেও নেমে পড়েছে সরকারি দল আওয়ামী লীগ। তবে নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি নেই বিএনপির। মাঠেও নেই, অনলাইনেও তাদের পদচারণা সীমিত।

নির্বাচনকে সামনে রেখে সরকারি দল আওয়ামী লীগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চালাচ্ছে পূর্ণ উদ্যমের জনসংযোগ। বিরোধী দল বিএনপির নেতারাও বেশ ভাল করেই বুঝতে পারছেন অনলাইনে প্রচার প্রচারণার গুরুত্ব।

তবে, বিএনপির নিজস্ব ওয়েবসাইটে কোনো নির্বাচনী উত্তাপ নেই। সেখানে এখনো মুখ্য বিষয় দলের চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তির দাবি।

ডিজিটাল প্রচারের দায়িত্বে থাকা বিএনপির নেতারাও বলছেন, নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে কিন্তু এখন পর্যন্ত প্রচার চালানোর নির্দেশ নেই দলীয় হাইকমান্ড থেকে। তাছাড়া সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনও ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে কর্মীদের কাছে।

অনলাইনে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছেন, তারা যদি বিএনপির কর্মী নাও হয়ে থাকেন, তাহলেও যে কোন আইনি সহায়তা চাইলে বিএনপির পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান এ বিএনপি নেতা।