নির্বাচন সুষ্ঠ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন সাবেক সিইসি হুদা

নির্বাচন সুষ্ঠ করতে সরকারের সহযোগিতা চেয়েছেন সাবেক সিইসি হুদা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংসদ নির্বাচন সুষ্ঠ হবে, আশা করে এ ব্যাপারে কমিশনের ভূমিকার পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

সকালে এফডিসিতে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান তিনি। ‘প্রধান রাজনৈতিক দলসমূহের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ’-বিষয় নিয়ে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগ এই ছায়া সংসদে যুক্তি-তর্ক তুলে ধরেন পক্ষ-বিপক্ষ দু’দলই।

সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকেনোলোজি’র বিতার্কিকতদরকে হারিয়ে বিজয়ী দল নির্বাচিত হন বিরোধি দল বাংলাদেশ ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলোজির শিক্ষার্থিরা। তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিতে ভবিষ্যত কর্ম পরিকল্পনার পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুত দেয়ার কথা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন নির্বাচন কমিশন ভূমিকা রাখলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ।