দুই সিটিতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

দুই সিটিতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দুই সিটির নির্বাচনে অংশ নেবে বিএনপি। আগামী ২৮ ডিসেম্বর তাদের প্রার্থী ঘোষণা। অন্যদিকে, আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বর্তমান দুই মেয়র সাঈদ খোকন এবং আতিকুল ইসলাম। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী কারা হচ্ছেন  এ নিয়ে যেমন  কৌতুহল। তেমনই মনোনয়ন প্রত্যাশীদের  তৎপরতাও শুরু হয়েছে।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ঢাকার দুই  মেয়রের কাছেও সাংবাদিকদের প্রশ্ন ছিল আসন্ন নির্বাচন নিয়ে।

অন্যদিকে সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে ঢাকার দুই সিটির নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেও ইভিএম-এর ব্যাপারে আবারো আপত্তি জানান দলটির মহাসচিব।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ও বেগম জিয়ার জামিন এবং চিকিৎসা নিয়ে উদ্বেগ জানাচ্ছে।