তিন সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ

তিন সিটি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আজ ছিল শেষ দিন।

দ্বিতীয় দিনে আজ সিলেটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৩ স্বতন্ত্র প্রার্থী কাজী জসিম উদ্দিন, এহসানুল হক তাহের ও মোক্তাদির হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীর নিয়ম অনুযায়ী ৩শ’ ভোটারের সমর্থনের তথ্যে অনিয়ম থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রোববার ৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

রাজশাহীতে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন অফিস।

এর আগে, বরিশালে ঋণ খেলাপির দায়ে জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস ও ভুয়া ভোটারকে সমর্থনকারী করায় স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ ঝুনুর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মেয়রপদে ৬ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

তবে কাল থেকে ৫ জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আপিল করতে পারবেন। ৯ জুলাইয়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার-প্রচারণা।