ঝুলে থাকল সিলেটের ফলাফল

ঝুলে থাকল সিলেটের ফলাফল

শেয়ার করুন

37940108_10155839419049506_5069980417847721984_nনিজস্ব প্রতিবেদক :

২ কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ঝুলে থাকল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ফলাফল। বাকী ১৩২ কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের ভোটের ব্যবধান মাত্র ৪ হাজার ৬২৬। আর স্থগিত দুই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৮৭।

৩ সিটির নির্বাচনে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল সিলেটে। হলোও যেন তাই। সোমবার সকাল থেকে ভোটের উৎসবে রঙিন ছিলো পীর আউলিয়ার শহর সিলেট। দীর্ঘ লাইন বিভিন্ন ভোট কেন্দ্রে। স্বস্তিতে ছিলেন ভোটাররাও।

ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, আর এমন নির্বাচন বাতিলের দাবী জানিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

অথচ সন্ধ্যার পর যখন ফলাফল আসতে থাকল উল্টে গেল আরিফুল হক চৌধুরী অবস্থান। শেষ পর্যন্ত ১৩২ কেন্দ্রের ফলাফলে সাড়ে চার হাজারের বেশি ব্যবধানে এগিয়ে থাকা এই প্রার্থী নিজেকে জয়ী বলে দাবি করে, বললেন, এটা সিলেটের জনগণের জবাব।

এদিকে, বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচন কমিশনে আবেদন করেছেন অন্তত ২২ টি কেন্দ্রে নতুন করে ভোট গণনার।

সর্বোচ্চ ভোট পাওয়া দুই মেয়র প্রার্থীর ভোটের পার্থক্য আর বন্ধ হওয়া দুই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম। তাই নির্বাচন কমিশন এখনই কাউকে জয়ী হিসেবে ঘোষণা করেনি মেয়র হিসেবে।