জানাজা শেষে নাটোরের পথে ফজলুর রহমানে মরদেহ

জানাজা শেষে নাটোরের পথে ফজলুর রহমানে মরদেহ

শেয়ার করুন

14022223_1060858840636739_2206306363912405816_n
নিজস্ব প্রতিবেদক :

তিন দফা জানাজা শেষে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের মরদেহ, দাফনের জন্য এখন তার গ্রামের বাড়ি গৌরীপুরের পথে।

রোববার সকাল ১০টায় রাজধানীতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজায় দলের মহাসচিব, স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে পটলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে বিএনপি চেয়ারপারসন ও দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
13906848_1060858853970071_6398176364525079694_n
এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেক দফা জানাজা হয়। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা অংশ নেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

পরে সেখান থেকে এই বিএনপি নেতার কফিন হেলিকপ্টারে নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোরের বাগাতিপাড়া পাইলট হাইস্কুল মাঠে দুপুর ২টায় আরেক দফা জানাজার পর, মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি গৌরিপুর। সেখানে বিকাল ৪টায় আরও একবার জানাজার পর, পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত ১১ আগস্ট রাতে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।