গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের শহীদ নূর হোসেন দিবস

গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের শহীদ নূর হোসেন দিবস

শেয়ার করুন

নুর হোসেন
নিজস্ব প্রতিবেদক :

শহীদ নূর হোসেন দিবস আজ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম-আন্দোলনে এক অবিস্মরণীয় দিন।

১৯৮৭ সালের এই দিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন যুবলীগ কর্মী নূর হোসেনও। তার বুকে-পিঠে লেখা ছিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অকুতোভয় সেই যুবকের অগ্নিঝরা স্লোগান সহ্য হয়নি তৎকালীন স্বৈরশাসক এরশাদের। তার লেলিয়ে দেয়া বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁজরা করে দেয় নূর হোসেনের বুক। আরও শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো। আন্দোলনের জোয়ারে ১৯৯০ সালের শেষ দিকে পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের। দেশে কায়েম হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্র। এই ঘটনার প্রেক্ষিতে শহীদ নূর হোসেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। এরপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হচ্ছে।