খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় বিএনপি

খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় বিএনপি

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাষ্ট্রপতির সাক্ষাত চেয়ে, এখনো জবাব পায়নি বিএনপি। তাই এবার রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে চিঠি পাঠাচ্ছে দলটি।

নয়াপল্টনে দলের কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন প্রস্তাবগুলো দেওয়ার পর নানামুখী আলোচনা ও সমালোচনার ব্যাখ্যা দেওয়া হয় এসময়।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দায়িত্ব থেকে প্রস্তাবগুলো দিয়েছেন খালেদা জিয়া। এগুলো মানতেই হবে- তা নয়। তবে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা করা যায়। স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ প্রস্তাবে সংবিধান লঙ্ঘন হয়নি, রাষ্ট্রপতির ক্ষমতাও খর্ব করা হয়নি। নেতারা বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই। তাই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হওয়া উচিৎ।