‘কোন প্রতিরক্ষা চুক্তি দেশের মানুষ মেনে নেবে না’

‘কোন প্রতিরক্ষা চুক্তি দেশের মানুষ মেনে নেবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে কোন প্রতিরক্ষা চুক্তি দেশের মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন : বাংলাদেশের জনগণ প্রতিরক্ষা ব্যবস্থা দূর্বল হতে দেবে না।

১৯৭৪ সালে ভারতের সাথে করা ২৫ বছর মেয়াদী চুক্তি  ‘‌গোলামী চুক্তি’ ছিল বলে দাবি করেন তিনি। প্রতিরক্ষা চুক্তিসহ যেসব সমঝোতা চুক্তি ভারতের সাথে স্বাক্ষরিত হবে, সেগুলো সম্পর্কে সরকার জাতিকে স্পষ্ট করে কিছু বলছে না বলেও অভিযোগ করেন রিজভী। বলেন : এতে করে জনমনে উৎকণ্ঠা বেড়েই চলেছে।