কাদের সিদ্দিকির মনোনয়নপত্র বাতিল

কাদের সিদ্দিকির মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কাদেরীয়া বাহিনীর প্রধান ছিটকে গেলেন নির্বাচন থেকে। রাজনীতির নৌকায় ভাসা এই নেতা বেশ অনেকদিন ধরেই দ্বিধার জলে হাবুডুবু খাচ্ছিলেন। শেষতক নৌকা ছেড়ে ধানের ছড়ায় রশি বাঁধতে গিয়ে আর পারলেন না।

মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী সময়ে বঙ্গবীর খেতাব প্রাপ্ত কাদের সিদ্দিকী যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। মতপার্থক্য তৈরী হওয়ায় ১৯৯৯ সালে আওয়ামী লীগ ছেড়ে গঠন করেন নিজ দল কৃষক-শ্রমিক-জনতা লীগ। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে গড়া দলটি নিয়ে ২০০১ সালে ৩শ আসনেই নির্বাচন করে জয় পান কেবল টাঙ্গাইল ৮এর নিজ আসনে।

কিন্তু, কৃষক-শ্রমিক-জনতা লীগের এই প্রতিষ্ঠাতার বরাবরের স্বপ্ন ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতার কাছাকাছি থাকা। সেলক্ষ্যে একাদশ সেলক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও নানা হিসেব নিকেষ শেষে যোগ দেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে। যেখানে আগে থেকেই ছিল বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামাত।

মুক্তিযুদ্ধের সময় পাকি বাহিনীর ত্রাস কাদের রাজনীতিতে বরাবর স্বাধীনতার পক্ষে থাকলেও, এবার ঐক্যজোট টান মেরে নেয় তাকে।সিদ্দিকী হাতে নেন ধানের শীষ।

আজ ঋণখেলাপি হবার কারণে নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে বাদ পড়েন তিনি। তার এ খবরে সাধারণে বিস্ময়।