অবাধ নির্বাচনের পরিস্থিতি নেই: সিপিডি

অবাধ নির্বাচনের পরিস্থিতি নেই: সিপিডি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে অবাধ নির্বাচনের পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার দুপুরে মুক্তি ভবনে সংসদ নির্বাচনে সিপিবির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচনকে অংশগ্রহনমূলক নির্বাচন বলা যেতে পারে। সিপিবি ক্ষমতায় এলে সব ক্ষেত্রে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বহুদলীয় গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়।

এছাড়া ভিশন-মুক্তিযুদ্ধ ৭১ এর আলোকে ব্যবস্থা বদল শিরনামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ মৌলিক অধিকার খর্বকারী আইন বাতিলসহ ইশতেহারে ৩০ দফা কর্মসূচী বাস্তবায়নের অঙ্গিকার কাছে এই ইশতেহারে। নির্বাচনে সিপিবি ৭৭ টি আসনে প্রার্থী দিয়েছে বলে জানান সিপিবি সভাপতি।