১০০ মিটারে বোল্টের স্বর্ণ জয়

১০০ মিটারে বোল্টের স্বর্ণ জয়

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক :

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন জ্যামাইকার দ্রুততম মানব হওয়ার রেকর্ড গড়লেন উসাইন বোল্ট।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের আধিপত্য ধরে রেখেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। ৮ দশমিক ৮৬ সময় নিয়ে সেমিফানাল লাইন-আপ ক্রস করার পর। ফাইনালে সময় নেন ৮ দশমিক ৮১ সেকেন্ড। এনিয়ে টানা তিন অলিম্পকে দ্রুততম মানবের রেকর্ড গড়লেন বোল্ট। পাশাপাশি ক্যারিয়ারের ৭ম অলিম্পক স্বর্ণের মালিক এখন এই জ্যামাইকান দৌড়বিদ।

এদিকে ৮ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাস্ট্রের জাস্টিন গ্যাটলিন। এদিকে ছেলেদের ৪০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ভ্যান নিকার্ক।

সময় নিয়েছেন ৪৩ দশমিক ০৩ সেকেন্ড। সেই সঙ্গে মিচেল জনসনের ১৭ বছর আগের অলিম্পক রেকর্ডও ভাঙেন নিকার্ক।