এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ঈদ ও পূজার ছূটির পর মঙ্গলবার থেকে সুপ্রিমকোর্টের কার্যক্রম শুরু হবে। তার আগেই ছুটির আবেদন দিলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার আপিল বিভাগে তিনি বসছেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেবার পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্য এবং আওয়ামীপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির তুমুল সমালোচনা শুরু করেন। সুপ্রিমকোর্টের ভেতরে সভা করে আল্টিমেটাম দেয়া হয়, যেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ঈদের ছুটির পর আর দায়িত্বে না থাকেন।

এরইমধ্যে অসুস্থ মেয়েকে দেখতে কানাডা এবং একটি কনফারেন্সে যোগ দিতে জাপান গিয়েছিলেন প্রধান বিচারপতি। সেসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন আপিল বিভাগের পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসেন প্রধান বিচারপতি। তিনি সবশেষ এজলাসে বসেছিলেন গত ২৪ আগস্ট।