৯৯ লক্ষ টাকা ব‍্যয়ে বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী

৯৯ লক্ষ টাকা ব‍্যয়ে বিদ্যুতায়ন প্রকল্প উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী

শেয়ার করুন

IMG_20220211_132434

বান্দরবান প্রতিনিধি।।
পাহাড়ের প্রতিটি ঘরে সরকার বিদ্যুতের আলো পৌঁছে দিবে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বলেন আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া।

আজ শুক্রবার সকালে বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় ৯৯ লক্ষ টাকা ব‍্যয়ে বিদ্যুতের লাইনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সাথে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন শিবলী, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৫০ কোটি টাকার ২১টি প্রকল্পের উদ্বোধন করেন।