৮ জুলাই পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন

৮ জুলাই পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন

শেয়ার করুন

Pori moni
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন। সাভার থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
সোমবার (১৪ জুন) ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এরপরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

১৪ জুন রাত ১২টার দিকে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে, পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় এবং মাদক আইনের মামলায় আসামিদের মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।