৫৩ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

৫৩ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

শেয়ার করুন

khaleda zia in hospital
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে গুলশানে নিজের বাসা ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (১৯ জুন) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী। ওদিন সন্ধ্যার পর থেকে হাসপাতালের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো। শনিবার রাত সোয়া আটটার দিকে হাসপাতাল থেকে সাদা প্রাইভেটকারে করে বাসায় ফিরেন খালেদা জিয়া।
গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল খালেদা জিয়া বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নেন। করোনামুক্ত হন ৯ মে।

হাসপাতালে ভর্তির ৬দিন পরে (৩ মে) শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে থাকতে হয়েছে এক মাস। পরে অবস্থার উন্নতি হলে গত ৩ জুন কেবিন ফিরিয়ে আনা হয় তাকে।