৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার সকালে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এ নির্দেশ দেন তিনি।

মেয়র বলেন, সকল ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য  বিভিন্ন রাজনৈতিক  দলের নেতাকর্মীরাও সহযোগিতা করবেন। আশা করি এ সময়ের মধ্যে সবার সহযোগিতায় নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো আমরা।