৪৮০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

৪৮০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

গত আড়াই বছরে কমপক্ষ ৪৮০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।

বুধবার ভারতের সুপ্রিম কোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এতে বলা হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৪৮৯ জন বাংলাদেশিকে আটক করা হয়। এরমধ্যে ৪৮০ জন অবৈধ বাংলদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মামলায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ সব অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত, আটক ও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিজেপি নেতা আশ্বিনি উপাধ্যায়ের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৪ আগস্ট এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।