১৭ হাজার কোটি টাকা আত্মসাৎঃ এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎঃ এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

শেয়ার করুন

rab

নিজস্ব প্রতিনিধি।।

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান আজ শুক্রবার সকালে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, সাধারণ মুসলমানদের ধর্মীয় আবেগ ব্যবহার করে এমএলএম কোম্পানির ফাঁদ তৈরি করে তাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান।

তিনি শরিয়ত সম্মত সুদবিহীন বিনিয়োগের বিষয়টি ব্যাপক প্রচারণা করে গ্রাহকদের আকৃষ্ট করতেন। এছাড়া তিনি ওয়াজ মাহফিল আয়োজনের নামে ব্যবসায়িক প্রচার-প্রচারণা করতেন।

রাগীব আহসানের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। রাগীব আহসান লাখ টাকার বিনিয়োগে মাসিক মাত্রাতিরিক্ত টাকা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে ২০০৮ সালে ১০ হাজার গ্রাহককে যুক্ত করেন। এখন তার গ্রাহকের সংখ্যা লক্ষাধিক।