হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট নিহতদের স্বজন, আইনজীবী ও সাধারণ মানুষ

হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্ট নিহতদের স্বজন, আইনজীবী ও সাধারণ মানুষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তুষ্ট নিহতদের স্বজন, আইনজীবী ও সাধারণ মানুষ। দ্রুত উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে রায় কার্যকরের আহ্বান তাদের।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়কে ঘিরে বুধবার সকাল থেকেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরান ঢাকার আদালতপাড়া ও এর আশপাশের এলাকা ছিল কঠোর নজরদারিতে। সীমিত করা হয় আদালত চত্বরে জনসাধারণের প্রবেশ।

দুপুর সোয়া ১২টার দিকেই রায় শোনেন জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্বজনেরা।

জঙ্গিদের বিরুদ্ধে আদৌ প্রত্যাশিত রায় পাবেন কি না। এমন শঙ্কা নিয়ে আদালত প্রাঙ্গণে ভীড় জমে যায় উৎসুক জনতার। আইনজীবদেরও আগ্রহের কমতি ছিল না।

কেন জঙ্গিরা নিরীহ, নিরাপরাধ মানুষকে হত্যা করলো? সেই আলোচনাও ছিল সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন : কোরান-হাদিসের ভুল ব্যাখ্যায় দীক্ষিত ছিলেন জঙ্গিরা।