হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার

শেয়ার করুন

Hobiganj

এটিএন টাইমস ডেস্ক।।

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুই হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৬৫ জনের। এতে প্রধান আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জিকে গউছকে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

সদর থানার ওসি. মাসুক আলী জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট সহস্রাধিক রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, গ্রেফতার আতংকে বাড়ি ছেড়ে পালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে শহর ছাড়া হয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বলেন, আমরা মারও খেলাম, এখন পালিয়েও থাকতে হচ্ছে।

কেউ ঘরে ঘুমাতে পারছি না। অথচ সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা যখন জড়ো হচ্ছিল তখন শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ বাঁধা দেয়, সংঘর্ষ হয়। ছাত্রদল নেতা সাইদুর রহমানের একটি চোখ নষ্ট হয়েছে। সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগানের অবস্থাও আশংকাজনক।