স্যাটেলাইটকে পৌছে দিয়ে নিরাপদে ফিরলো ফ্যালকন

স্যাটেলাইটকে পৌছে দিয়ে নিরাপদে ফিরলো ফ্যালকন

শেয়ার করুন

32130307_582059682173734_2718191343150039040_n

এটিএন টাইমস ডেস্ক :

শ্বাসরুদ্ধকার উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে নিজ কক্ষপথে রওনা দিয়েছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট। উৎক্ষেপনের মাত্র ৮ মিনিট ৪৩ সেকেন্ডের মধ্যে, মহাকাশের প্রাথমিক ধাপে পৌছে দিয়ে পৃথিবীতে নিরাপদ অবতরণ করেছে স্যাটেলাইট বহনকারী রকেট ফ্যালকন ৯-ব্লক ফাইভ।

দেশের ঘড়িরকাটায় ২.১৪। সময়টি গর্ব বাঙ্গালীকে ভাসাবে বহুকাল। কারণ, মহাকাশের পথে ফ্যালকন ৯ এর ঘাড়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১।

সুচি অনুযায়ী সর্বচ্চো এক মিনিট পরে, পৃথিবীর আর্কষন আর বায়ুমন্ডলের চাপ সামলাতে সর্বচ্চো ম্যাক্যানিকাল শক্তিতে সুপারসনিক গতিকে ফ্যালকন নাইন। ভুমি থেকে ১৫ কিলোমাটার উপরে, ঘন্টায় প্রায় ২ হাজার কি.মি. বেগে।

আর উৎক্ষেপনের ২ মিনিট ৪৪ সেকেন্ডের মাথায়, ৬৭.৩ কিলোমিটার উচ্চতায়, ফ্যালকন নাইন, মহাকাশে ছেড়ে দেয় বিএস ওয়ানকে। তখন ফ্যালকনের গতি ঘন্টায় ৮ হাজার কিমির বেশী। যা মহাকাশ যাত্রার প্রথম স্টেজের কাট অফ বলে পরিচিত।

ফ্যালকন ভুমিতে সফলভাবে ফিরে আসে মাত্র ৮ মিনিট ২৭ সেকেন্ডে। সফল হয়, রকেট বিজ্ঞানের সবচে আধুনিক এই যান প্রথম সফর।

অন্যদিকে গতি আরো বাড়িয়ে, সেকেন্ড স্টেজ ইঞ্জিনের মাধ্যমে কক্ষপথের খোঁজে বিএস ওয়ান।

সেকেন্ড স্টেজের সফল হয় উৎক্ষেপনের ৩৩ মিনিট ৪১ সেকেন্ডে। ঘন্টায় সাড়ে ৩৩ হাজার কিমি বেগ নিয়ে আর ভুমি থেকে ৭২৮ কিলোমিটার উপরে। আর এর মাধ্যমেই স্যাটেলাইট যুগে বাংলাদেশ।