স্বাধীনতার ঘোষণা বিতর্কে লাভবান ষড়যন্ত্রকারীরাই

স্বাধীনতার ঘোষণা বিতর্কে লাভবান ষড়যন্ত্রকারীরাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্কে ষড়যন্ত্রকারীরাই লাভবান হয়েছে। ইতিহাস বিকৃত করে তারা বাংলাদেশের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বর্তমানে দেশ উন্নয়নের মহাসড়কে যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা বাধা সৃষ্টি করছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “গতকাল আমি যখন যাচ্ছিলাম, আমার মিছিলেই আমি ট্র্যাফিক জ্যামে পড়ে যাই। আমি গর্বিত, এবারে যত মানুষের ঢল, এত মানুষের ঢল আমি দেখিনি। সব থেকে বড় কথা- যুব সমাজ, ছাত্র, জনতা তাদের অবস্থানটা চোখে পড়ার মতো।

“তাদের ভিতরে উল্লাস ও উদ্দীপনা দেখতে পারছি। এটাই আশার আলো দেখাতে পারছে। আগামীতে কেউ ইতিহাস আর বিকৃত করতে পারবে না।”

তিনি বলেন, “আমার ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি বলতে পারি, এখন আর কেউ বাংলার মানুষকে বিকৃত ইতিহাস গেলাতে পারবে না।”