স্কুল-কলেজ কমিটি: রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ

স্কুল-কলেজ কমিটি: রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্যরা চাইলেই স্কুল-কলেজ কমিটির চেয়ারম্যান হতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালা অনুযায়ী  সংসদ সদস্যরা চাইলেই স্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারতেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুচ আলী আকন্দ ধারাটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। এর প্রেক্ষিতে বিচারপতি জিনাতআরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গত পহেলা জুন ধারাটি বাতিল করেন।

পূর্নাঙ্গ রায়ে বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে এই ধারা বাতিল করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে  এমপিরা সভাপতি আছেন, সেখানে ৩০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। আর ভিকারুননিসা নূন স্কুলেল মতো যেখানে বিশেষ কমিটি আছে সেখানে ৬০ দিনের মতো নতুন নির্বাচন দিতে হবে।