‘সুপ্রিম কোর্টের উপর খবরদারি করলে ফলাফল মারাত্মক হবে’

‘সুপ্রিম কোর্টের উপর খবরদারি করলে ফলাফল মারাত্মক হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আইন মন্ত্রনালয় যদি সুপ্রিম কোর্টের উপর খবরদারি করলে তবে সেটার ফলাফল মারাত্মক হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সোমবার সকালে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিভিন্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ বিষয়ক শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

শুনানির শুরুতেই এ গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষ আরো সময় চায়। এ নিয়ে সরকারপক্ষ এ বিষয়ে ১৮তম বার সময় চাইল। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আইন মন্ত্রণালয়ের সময় আবেদনের মর্মার্থ সুপ্রিম কোর্ট বোঝে। এছাড়া, আইন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার বিদেশ ভ্রমনের অনুমতি নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, অল্প বিদ্যা ভয়ঙ্করি।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তারা সুপ্রিম কোর্টের অধিনেই চাকরী করেন, তাদের প্রেষণে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের চাইতে বিচারপতিদের অবস্থান অবশ্যই উপরে। পরে, গেজেট প্রকাশের জন্য সরকারপক্ষকে ২ সুপ্তাহের সময় দেন আদালত।