সিরাজগঞ্জের দুই হাসপাতালের দুর্নীতিতে জড়িতদের খুজছে দুদক

সিরাজগঞ্জের দুই হাসপাতালের দুর্নীতিতে জড়িতদের খুজছে দুদক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের ২টি হাসপাতালের আসবাবপত্র ও যন্ত্রপাতি কেনায় দুর্নীতির সংঙ্গে  কে কে জড়িত তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদক সচিব মো: দিলওয়ার বখ্‌ত। এ প্রকল্পের প্রায় আড়াইশ’ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান করছে কমিশন।

অগ্রাধিকার ভিত্তিতে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন করছে বর্তমান সরকার।  এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে হাসপাতাল। এমনই প্রকল্প সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ এবং একই জেলার ৫শ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নামে সিরাগঞ্জ শহর  থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে তৈরি হচ্ছে শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজ। একই সঙ্গে হচ্ছে ৫০০ শয্যার হাসপাতালও। সরকারি-বেসরকারি মিলে ৩০ একর জমির উপর হচ্ছে প্রকল্প দুটি। এরইমধ্যে এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠেছে।

আর এ অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে দুদক। গঠন করা হয় তিন সদস্যের কমিটি। যার নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক সামছুল আলম। এ দুর্নীতি অনুসন্ধানে এক দিনে দু-দফায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রকল্প দুটির পরিচালক ডাক্তার কৃষ্ণকুমার পালকে।

দুদক বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছে দুদক। জড়িত  সবাইকে খুঁজে বের করা হবে বলে জানান দুদক সচিব।

২০১৫ সালের ১০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।