সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী রিমান্ডে

সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী রিমান্ডে

শেয়ার করুন

587নিজস্ব প্রতিবেদক :

বনানীর রেইন ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেনের ৪ দিন ও দেহরক্ষী রহমত আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা দুই আসামির রিমান্ডের এ আদেশ দেন। দুপুরে বিল্লাল হোসেন ও রহমত আলীকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। সোমবার রাতে রহমতকে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তবে এই মামলায় এখনো পলাতক রয়েছে আরেক আসামি নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম। এছাড়া মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদ ও সাদমান সাকিফ পুলিশ রিমান্ডে আছে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।