সাংসদ বদির দুর্নীতি মামলার রায় ২ নভেম্বর

সাংসদ বদির দুর্নীতি মামলার রায় ২ নভেম্বর

শেয়ার করুন

image_147343-mp-bodi

নিজস্ব প্রতিবেদক :

সরকারি দলের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে করা দুর্নীতির মামলার রায় ঘোষণার জন্য আগামী ২ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু আহমেদ জমাদার রায় ঘোষণার জন্য এই তারিখ ধার্য করেন।

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার ৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে এই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন- দুদক। রায় ঘোষণার তারিখ ধার্যের আগে, বুধবার সকালে এই মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। সরকারি দলের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন বলে দাবি করেন দুদকের আইনজীবী।