সাঁওতাল পল্লীতে আগুন: তদন্তের নির্দেশ হাইকোর্টের

সাঁওতাল পল্লীতে আগুন: তদন্তের নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন

captureনিজস্ব প্রতিবেদক:

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআইকে গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলার ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এছাড়া, সাঁওতাল পল্লীতে পুলিশ আগুন দিয়েছে কিনা তা খতিয়ে দেখতে, জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দশ দেয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে হবে বলে নির্দেশে বালা হয়।

দুটি আলাদা রিটের প্রেক্ষিতে  বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। তবে অন্য আরেকটি রিটে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হলেও কোন সুস্পষ্ট নির্দেশনা দেয়নি হাইকোর্ট বেঞ্চ।

তবে ঘটনার শুরু থেকে দায়ের করা সব ধরনের অভিযোগ ও জিডি বিবেচনা করে সাঁওতাল হামলার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের বসতিতে পুলিশ সদস্যরাই প্রথমে আগুন ধরিয়ে দেয়।গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এ ঘটনায় ৩ আদিবাসী নিহত এবং প্রায় ৪০ জন আহত হন।